ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৩৬

শুধু পানি পানে হোম কোয়ারেন্টিনে বৃদ্ধ, খাবার নিয়ে হাজির এসপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০১ ২ এপ্রিল ২০২০  

টানা তিনদিন শুধু পানি পানে হোম কোয়ারেন্টিনে ছিলেন বৃদ্ধ সোবাহান হাওলাদার। খবর পেয়ে তার বাসায় খাবার নিয়ে গেলেন পটুয়াখালীর পুলিশ সুপার।


 বৃদ্ধের পছন্দের খাদ্যসামগ্রী নিয়ে বুধবার (১ এপ্রিল) সকালে এসপি মোহম্মদ মইনুল হাসান তার বাড়িতে হাজির হন।

 

এর আগে ওই বৃদ্ধকে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে এসপি মোহম্মদ মইনুল হাসান খাদ্যসামগ্রী নিয়ে তার কাছে হাজির হন।

 

গেল কয়েক দিনের অঘোষিত লকডাউনে অবরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধ সোবাহান হাওলাদার। পটুয়াখালীর দুমকী থানার পশ্চিম পাশে একটি ঝুপড়ি ঘরে গত কয়েকদিন পানি পান করে চলছিলো তার জীবন।


 

এ খবর পাওয়ার পর মঙ্গলবার রাতেই পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ মইনুল হাসান দুমকী থানার ওসি মেহেদী হাসানকে পাঠিয়ে অসহায় বৃদ্ধের খোঁজ নেন।

 

বুধবার সকালে বৃদ্ধের পছন্দের সব প্রকার রসালো ফল এবং টানা ১৫ দিনের চাল, ডাল, তেলসহ যাবতীয় একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবারসামগ্রী নিয়ে এসপি তার হাতে তুলে দেন।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর